১ম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন। শিক্ষাবর্ষ: ২০২৬
* বিকাশে একাধিক পেমেন্টের ক্ষেত্রে, একটি পেমেন্ট করার দশ মিনিট পর আরেকটি পেমেন্ট করা যাবে।
* পরিশোধিত কোন অর্থ ফেরতযোগ্য নয়।
bKash এর মাধ্যমে Payment করার নিয়ম
i. bKash সিলেক্ট করতে হবে। "I agree to the terms & conditions and privacy policy" checkbox টি সিলেক্ট করতে হবে। এবং "Proceed to Pay" বাটনে ক্লিক করতে হবে।
ii. bKash নাম্বার ইনপুট করতে হবে।
iii. OTP ইনপুট করতে হবে।
iv. PIN Code ইনপুট করতে হবে।
v. bKash এর পেমেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই অবস্থায় Browser refresh করা বা বন্ধ করা যাবে না। তাহলে পেমেন্টটি Bkash এ লক হয়ে যাবে এবং তা ফেরত নিতে হলে প্রার্থীকে Bkash এর সাথে যোগাযোগ করতে হবে। অসম্পূর্ণ পেমেন্ট এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
vi. আবেদন সম্পন্ন হওয়ার পর Successfull message দেখাবে।